দেশের ৮ ইপিজেড ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ
৬ এপ্রিল ২০২০ ০১:১৬
ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এর আওতাধীন আটটি ইপিজেড বন্ধ ঘোষণা করেছে।
রোববার (৫ এপ্রিল) বেপজার মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীরের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে বেপজাধীন দেশের ৮ টি ইপিজেডে আগামী ৬ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উক্ত সময়ে ইপিজেডের কারখানাসমূহের সমস্ত উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সরকারও সাধারণ ছুটি ঘোষণা করেছে।