Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় লিবিয়ার সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু


৬ এপ্রিল ২০২০ ১২:৫৮ | আপডেট: ৬ এপ্রিল ২০২০ ১৩:০০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির দীর্ঘ একনায়কতন্ত্রের অবসান ঘটিয়ে ক্ষমতায় বসা লিবিয়ার বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলের মৃত্যু হয়েছে। নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ বিশ্বমহামারিতে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরন করেছেন। লিবিয়ার রাজনৈতিক দল ন্যাশনাল ফোর্সেস এলায়েন্সের বরাতে সোমবার (১৫ এপ্রিল) এ খবর জানিয়েছে আল জাজিরা।

এদিকে, কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে দুই সপ্তাহ ধরে তিনি মিশরের রাজধানী কায়রোতে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেখানেই তার মৃত্যু হয়েছে বলে পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।

অন্যদিকে কায়রোর ওই হাসপাতালের একজন পরিচালক বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, দুই সপ্তাহ আগে হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার তিনদিন পরেই তিনি কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

বিজ্ঞাপন

মাহমুদ জিবরিল বিপ্লবী সরকারের প্রধান ছাড়াও, গাদ্দাফি সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্বপালন করেছিলেন।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ রোগে সোমবার (৫ এপ্রিল) পর্যন্ত লিবিয়ায় মোট ১৮ জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে একজনের।

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস মাহমুদ জিবরিল লিবিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর