Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনস্বাস্থ্য বিভাগের চাপে জাপানে জারি হচ্ছে জরুরি অবস্থা


৬ এপ্রিল ২০২০ ১৫:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এর গণসংক্রমণ ঠেকাতে এক সপ্তাহ ধরে জাপানের জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং আইনপ্রণেতারা জরুরি অবস্থা জারি করার জন্য প্রধানমন্ত্রী শিনজো আবের ওপর চাপ প্রয়োগ করে আসছিলেন। অবশেষে, প্রধানমন্ত্রী সোমবার (৬ এপ্রিল) জানিয়েছেন, মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে জাপানে জারি করা হবে জরুরি অবস্থা। খবর জাপান টাইমস।

এদিকে জাপানের কিয়োদো নিউজ জানিয়েছে, টোকিও, ওসাকা এবং হোয়াগো প্রিফেকচার এবং মেট্রোপলিটন এলাকার জন্য জরুরি নির্দেশনাসহ এই আইন ২১ দিনের জন্য জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রী জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছিলেন, কোভিড-১৯ বিশ্বমহামারিতে জাপানের অবস্থা ততটা ভয়াবহ নয়। তাই জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি এখনও দেশটিতে তৈরি হয়নি বলে তিনি উল্লেখ করেছিলেন।

বিজ্ঞাপন

কিন্তু, সোমবার (৬ এপ্রিল) জাপানে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা হঠাৎ ৩৯০০তে পৌঁছানোর পর জরুরি অবস্থা জারির ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন শিনজো আবে।

এদিকে, টোকিওর মেডকেল অ্যাসোসিয়েশন সোমবার থেকেই মেডিকেল ইমারজেনসি ঘোষণা করে জানিয়েছে, যেকোনো সময় অতিরিক্ত রোগীর চাপ সামলাতে না পেরে ভেঙে পড়তে পারে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা।

কোভিড-১৯ জরুরি অবস্থা জাপান নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর