Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য ফ্রি বাস সার্ভিস চালু করল সিএমপি


৬ এপ্রিল ২০২০ ১৮:৩১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে জরুরি চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিনা ভাড়ায় বাস সার্ভিস চালু করেছে নগর পুলিশ। বেসরকারি পরিবহন সংস্থা মারছা ট্রান্সপোর্ট লিমিটেড এতে সহায়তা দিচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে নগরীর দামপাড়া পুলিশ লাইনে এই বাস সার্ভিসের উদ্বোধন করেছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। ‘ফ্রি বাস সার্ভিস চালু হওয়ায় গণপরিবহন বন্ধ থাকলেও ডাক্তার-নার্সসহ স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের পরিবহনের অভাবে সমস্যায় পড়তে হবে না’, বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানিয়েছেন সিএমপি কমিশনার।

বিজ্ঞাপন

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বক্কর সিদ্দিক সারাবাংলাকে জানিয়েছেন, প্রতিদিন দু’টি বাস সকাল ৭টা ও দুপুর আড়াইটায় ছাড়বে। বাসগুলো নগরীর কোতোয়ালী, আন্দরকিল্লা, চকবাজার, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ২নম্বর গেইট, জিইসি, আগ্রাবাদ, টাইগার পাস, অলংকার, কর্ণেলহাট, সলিমপুর রুটে চলাচল করবে শুধু ডাক্তারসহ স্বাস্থ্যকর্মীদের পরিবহনের জন্য।

এছাড়াও সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেসে (বিআইটিআইডি) কর্মরত ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বাস চালক ও সহকারীর সঙ্গে যোগাযোগ করে এ সুবিধা নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, এস এম মোস্তাক আহমেদ খান ও শ্যামল কুমার নাথ, বিআইটিআইডি, চট্টগ্রামের পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক হাসান শাহরিয়ার কবির, মারছা ট্রান্সপোর্ট লিমিটেডের পরিচালক আব্দুল আওয়াল মর্তুজা ও চেয়ারম্যান মর্তুজা সিদ্দিক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম জরুরি চিকিৎসা জরুরি চিকিৎসাসেবা ফ্রি বাস বাস সার্ভিস সিএমপি

বিজ্ঞাপন
সর্বশেষ

জাপা অফিসে লুটপাটের অভিযোগ
১ নভেম্বর ২০২৪ ০০:১৬

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর