Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘করোনা পরিস্থিতিতে পোষা প্রাণির প্রতি নিষ্ঠুর আচরণ করা যাবে না’


৬ এপ্রিল ২০২০ ১৮:৫৬

ঢাকা: করোনা পরিস্থিতিতে পোষা পাখি ও প্রাণির প্রতি কোনো ধরণের নিষ্ঠুর আচরণ করা যাবে না মর্মে কঠোর নির্দেশনা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। ‘পোষা পাখি ও প্রাণির প্রতি নিষ্ঠুর আচরণ করা ফৌজদারি অপরাধ,’ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এই সময়ে পোষা পাখি ও প্রাণির প্রতি যত্নবান হতে হবে।’

সোমবার (৬ এপ্রিল) দুপুরে রাজধানীর কাঁটাবনে ফিশ ও পেট এনিমেল মার্কেট পরিদর্শনে গিয়ে উপস্থিত দোকান মালিকদের উদ্দেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এসব নির্দেশনা দেন। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, ‘কাঁটাবন মার্কেটে পোষা পাখি ও প্রাণিদের ঠিকমতো খাবার দেওয়া হচ্ছে কিনা, তাদের প্রতি নির্দয় আচরণ করা হচ্ছে কিনা, তারা পর্যাপ্ত আলো-বাতাসে শ্বাস-প্রশ্বাস নিতে পারছে কিনা- এ বিষয়গুলো সরেজমিনে দেখার জন্য কাঁটাবন মার্কেট পরিদর্শন করেছি। এখানে দোকান মালিক সমিতির নেতাদের সাথে আলোচনা হয়েছে। তাদের প্রতি কোনোভাবেই যেনো নিষ্ঠুর আচরণ না করা হয় সেজন্য দোকান মালিকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।’

রাজধানীর একমাত্র ও পুরনো পাখি ও প্রাণির মার্কেটকে সব ধরনের সহযোগিতা প্রশাসন থেকে করা হবে। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকেও মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

নিষ্ঠুর আচরণ পোষা পাখি পোষা প্রাণি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর