Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, গ্রাম লকডাউন


৬ এপ্রিল ২০২০ ১৯:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী: জেলার পাংশা উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে (জ্বর, সর্দি, ডায়রিয়া ও শ্বাসকষ্ট) রুহুল শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে এ ঘটনা ঘটে।

রুহুল শেখ ওই গ্রামের মৃত হাবিবুর শেখের ছেলে। এ ঘটনায় পুরো সেনগ্রাম লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুয়ারা খাতুন সুমি বলেন, ‘রুহুল শেখ ঢাকার নবীনগর এলাকায় একটি লোকাল বাসের ড্রাইভার ছিলেন। ১০-১২ দিন আগে তিনি ঢাকা থেকে তার গ্রামের বাড়ি বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামে আসেন। এরপর থেকেই তিনি জ্বর, সর্দি, ডায়রিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি বিষয়টি কাউকে না জানিয়ে বাড়িতেই আত্মগোপনে ছিলেন। সোমবার সকালে তিনি বেশি অসুস্থতা বোধ করলে পরিবারের লোকজন তাকে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। পল্লী চিকিৎসক তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দিলে অটোরিকশায় করে তাকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

বিজ্ঞাপন

ডা. আঞ্জুয়ারা খাতুন সুমি জানান, দুপুরে খবর পেয়ে দ্রুত ওই ব্যক্তির মৃতদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না তা জানা যাবে।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘বিকেলে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠকে সিদ্ধান্ত নিয়ে পুরো সেনগ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে মৃত ব্যক্তির দাফনও শেষ হয়েছে।’

উপসর্গ করোনা উপসর্গ রাজবাড়ী লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর