Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে রাত্রীকালীন জরুরি অবস্থা জারি, শুধু ওষুধের দোকান খোলা


৬ এপ্রিল ২০২০ ২১:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খাগড়াছড়ি: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে খাগড়াছড়িতে রাত্রীকালীন জরুরি অবস্থা ঘোষণা করেছেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে এই ঘোষণা কার্যকর করা হয়েছে বলে শহরজুড়ে মাইকিং করা হয়।

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, করোনাভাইরাস প্রতিরোধের জন্য রাত্রীকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। জরুরি অবস্থার আওতায় প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত জেলার সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সব ধরনের প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে।

ওষুধের দোকান ছাড়া কোনো প্রতিষ্ঠান খোলা রাখলে সরকার ঘোষিত নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এছাড়া দিনের বেলায় জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে, অথবা সামাজিক দূরুত্বের বাধ্যবাধকতা না মানলে জেল-জরিমানা হতে পারে।

তিনি সবাইকে নিজ ঘরে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ জানিয়ে বলেন, নিজে ভালো থাকুন, পরিবারের অন্যান্য সদস্যদের ভালো রাখুন, দেশের মানুষকে ভালো রাখুন। কারো খাদ্য সংকট হলে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন, খাবার বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

সারাবাংলা/এমআই

ওষুধ খাগড়াছবি জরুরি অবস্থা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর