Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোভিড-১৯: ঢাকায় আক্রান্ত ৬৮, সারাদেশে ৫৫ জন


৬ এপ্রিল ২০২০ ২২:৩৮

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) বাংলাদেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২৩ জন। এর মধ্যে আক্রান্তের সংখ্যা বেশি ঢাকায়। এখন পর্যন্ত ঢাকার ৬৮ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া আক্রান্ত অন্য ১৫টি জেলায় করোনা পজিটিভের সংখ্যা ৫৫।

সোমবার (৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা কেন্দ্রের (আইইডিসিআর) এক ইনফোগ্রাফিকে বা সচিত্র তথ্য উপস্থাপনায় এই তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

ইনফোগ্রাফিকে দেখা যায়, রাজধানীতে এখন পর্যন্ত ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগি পাওয়া গেছে। ৫ এপ্রিল পর্যন্ত মাদারীপুরের সমান থাকলেও ৬ এপ্রিল নারায়ণগঞ্জে ২৩ জনের মাঝে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। অর্থাৎ ২৪ ঘণ্টায় এই জেলায় ১২ জনের মাঝে সংক্রমণ ধরা পড়েছে। মাদারীপুরের সংখ্যা সেই ১১ জনই রয়েছে। এছাড়াও গাইবান্ধায় পাঁচজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন।

জামালপুরে প্রথমবারের মতো তিনজনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এছাড়াও সিলেটে ও মৌলভীবাজারেও প্রথমবারের মতো একজন করে ব্যক্তির শরীরে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। রংপুর বিভাগে তিনজনের কোভিড-১৯ আক্রান্ত শনাক্ত হয়েছে। চট্টগ্রামে দুইজন ব্যক্তি কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

এছাড়াও দেশের শরীয়তপুর, নরসিংদী, গাজীপুর, কুমিল্লা, চুয়াডাঙ্গা ও কক্সবাজারে একজন করে কোভিড-১৯ আক্রান্ত পাওয়া গেছে।

এর আগে রোববার স্বাস্থ্য অধিদফতরের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৫ জনের দেহে নভেল করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২৩ জনে।

বিজ্ঞাপন

করোনাভাইরাস কোভিড-১৯ ঢাকা সারাদেশ

বিজ্ঞাপন

সাগরে লঘুচাপ, কমছে তাপমাত্রা
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৩

ঢামেকে অভিযানে ২১ দালাল আটক
২৫ নভেম্বর ২০২৪ ১৩:২০

আরো

সম্পর্কিত খবর