Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘চট্টগ্রামে মারা যাওয়া দু’জনের শরীরে করোনার সংক্রমণ নেই’


৭ এপ্রিল ২০২০ ০০:২২ | আপডেট: ৭ এপ্রিল ২০২০ ০০:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া এক মুক্তিযোদ্ধাসহ দু’জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়নি।

সোমবার (৬ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি মিয়া এ তথ্য জানিয়েছেন।

সোমবার বিকেলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে থাকা সত্তরোর্ধ্ব মুক্তিযোদ্ধার মৃত্যু হয়। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলায়। রোববার রাতে শ্বাসকষ্ট নিয়ে তিনি সীতাকুণ্ডের ফৌজদারহাটে বিআইটিআইডিতে ভর্তি হন। ভোরের দিকে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া রোববার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ারা উপজেলার ২২ বছরের এক তরুণের মৃত্যু হয়। তার কাশি, শ্বাসকষ্টসহ নিউমোনিয়ার উপসর্গ ছিল।

বিজ্ঞাপন

সিভিল সার্জন জানান, মৃত দু’জনের নমুনা সংগ্রহ করে করোনার সংক্রমণ পরীক্ষার জন্য ফৌজদারহাটের বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল। পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

চট্টগ্রামে এই পর্যন্ত দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। দু’জন সর্ম্পকে বাবা ও ছেলে। তারা চট্টগ্রামের জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন।

করোনা পরীক্ষা করোনা শনাক্ত ফল নেগেটিভ বিআইটিআইডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর