Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা রোগী দেখতে হাসপাতালে, ৩ গ্রামের ৬ বাড়ি লকডাউন


৭ এপ্রিল ২০২০ ০৮:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জ: জেলার টঙ্গীবাড়ী উপজেলার ৩টি গ্রামের ৬টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন। করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীকে হাসপাতালে দেখতে যাওয়ায় গতকাল সোমবার (৬ এপ্রিল) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এদের মধ্যে উপজেলার আমতলি গ্রামের ৩ বাড়ি, ঢুলিহাটা গ্রামের ২ বাড়ি এবং আড়িয়ল গ্রামের ১টি বাড়ি রযেছে। এ সব বাড়িগুলোতে প্রায় ২০টি পরিবার রয়েছে।

এইসব বাড়িগুলো থেকে কয়েকটি পরিবার করোনায় আক্রান্ত এক ব্যক্তিকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। এ কারণে তাদের বাড়ি হতে এবং অন্য কাউকে এ সমস্ত বাড়িতে প্রবেশ করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, করোনায় আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় ৩ গ্রামের ৬ বাড়ির সমস্ত লোককে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। তারা হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত এক রোগীকে দেখতে গিয়েছিলেন।

বিজ্ঞাপন

করোনা রোগী মুন্সীগঞ্জ লকডাউন হোম কোয়ারেনটাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর