Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশাল মেডিকেলের করোনা ইউনিটে রোগীর মৃত্যু


৭ এপ্রিল ২০২০ ০৯:১৯

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক পুরুষ রোগীর (৫০) মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বিকালে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়ার পরপরই বিকেল ৫টায় করোনা ইউনিটে মৃত্যু হয় তার।

সে নগরীর কাউনিয়া থানা এলাকার তালতলী এলাকার বাসিন্দা।

মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে বিকাল সাড়ে ৪টায় ওই রোগী জরুরি বিভাগে আসেন। এরপর তাকে করোনা ইউনিটে ভর্তি করা হলে বিকেল ৫টার দিকে মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে।

বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, মৃত ওই ব্যক্তির বাড়ি লকডাউন করার প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ৯ জন রোগী চিকিৎসাধীন আছে। এদের মধ্যে ৫ জন পুরুষ ও ৪ জন নারী।

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর