Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদ


৭ এপ্রিল ২০২০ ১২:৩১ | আপডেট: ৭ এপ্রিল ২০২০ ১৪:৩৫

ঢাকা: বঙ্গবন্ধুর খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় হাজির করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

হাজতখানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। তবে আসামিকে আদালতে ওঠানো হবে কিনা সেই সিউর কিছু বলতে পারছি না।’

বিজ্ঞাপন

বঙ্গবন্ধুর খুনি ক্যাপ্টেন মাজেদ ঢাকায় গ্রেফতার

সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় তাকে কারাগার পাঠানো হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।

গতকাল সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে তিনটায় মিরপুর সাড়ে ১১ নম্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। আবদুল মাজেদ দীর্ঘদিন ধরে বিদেশে পলাতক ছিলেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু হত্যা মামলায় পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (অব.) আবদুল মাজেদের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশও জারি করা আছে।

আবদুল মাজেদ বঙ্গবন্ধুর খুনি সিএমএম আদালত

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর