Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরা ব্যাংকের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা


৭ এপ্রিল ২০২০ ১৩:২২

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডাদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ ২০১৯ সালের জন্য কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ২৫ শতাংশ বোনাস ও ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ২০১৯ সালে ব্যাংকটি এককভাবে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৫৮ পয়সা (রিস্টেটেড), এর পরিমাণ সাবসিডিয়ারি কোম্পানিসহ ৪ টাকা ৫৯ পয়সা। সর্বশেষ ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির সাবসিডিয়ারি কোম্পানিসহ শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩৬ পয়সা।

বিজ্ঞাপন

সূত্র বলছে, পরিচালনা পর্ষদের ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৮ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর আগামী ২৭ এপ্রিল কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

৩৫ শতাংশ লভ্যাংশ উত্তরা ব্যাংক পুঁজিবাজার শেয়ারহোল্ডার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর