Thursday 01 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক প্রাইভেট কারে আট কর্মী, সুপারশপকে জরিমানা


৭ এপ্রিল ২০২০ ২০:৩৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ‘শপিংব্যাগ’ নামে একটি সুপারশপকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সামাজিক বিচ্ছিন্নতার নিয়ম না মেনে একটি প্রাইভেট কারে আট কর্মীকে বহনের দায়ে প্রতিষ্ঠানটিকে এ শাস্তির মুখোমুখি হতে হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেছেন। অভিযানে সহায়তা করে সেনাবাহিনী ও চট্টগ্রাম নগর পুলিশ।

বিজ্ঞাপন

জানা গেছে, শপিংব্যাগ সুপারশপের একটি ব্যক্তিগত গাড়িতে (প্রাইভেট কার) করে আট নারী কর্মীকে নেওয়া হচ্ছিল গন্তব্যে। নগরীর জাকির হোসেন রোডে ওমরগণি এম ই এস কলেজের সামনে গাড়িটি ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, প্রাইভেট কারে আটজন গাদাগাদি করে বসেছিলেন। এতে করোনাভাইরাসের সংক্রমণের আশঙ্কা থাকায় প্রাইভেট কারটি আটক করা হয়েছে।

আটকের পর সুপারশপের পরিচালক ঘটনাস্থলে এসে দায় স্বীকার করেন। এরপর প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া সামাজিক দূরত্ব না মেনে দোকানে ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করায় জিইসি মোড়ের কামাল স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম প্রাইভেট কার শপিংব্যাগ সুপারস্টোর