Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেতন না দিয়ে কারখানা বন্ধ, রাস্তায় পোশাক কর্মীরা


৭ এপ্রিল ২০২০ ২১:৪৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে শ্রমিকদের বেতন না দিয়েই চট্টগ্রামে বন্ধ করে দেওয়া হয়েছে এক পোশাক কারখানা। বেতনের দাবিতে শ্রমিকরা আধাঘণ্টারও বেশি সময় ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করেন।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার সারাবাংলাকে বলেন, ‘বায়েজিদের চা বোর্ড এলাকায় গ্লোরি গার্মেন্টসের কয়েক শ কর্মী বেতনের দাবিতে বিকেল ৫টায় সড়কের ওপর অবস্থান নেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।‘

বিজ্ঞাপন

এরপর বিজিএমইএ ও মালিকপক্ষের সঙ্গে কথা বলে ২০ এপ্রিলের মধ্যে বেতন দেওয়ার নিশ্চয়তা দেওয়া হলে শ্রমিকরা সড়ক ছাড়েন। শ্রমিকরা প্রায় ৪০ মিনিট সড়কে ছিলেন বলে জানিয়েছেন ওসি।

দাবি বকেয়া বেতন শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর