Sunday 19 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুগলদের জন্য এলো ফেসবুকের নতুন অ্যাপ


৮ এপ্রিল ২০২০ ০০:১৬ | আপডেট: ৮ এপ্রিল ২০২০ ১০:৫৩

যুগলদের জন্য এবার নতুন একটু অ্যাপ চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ‘টিউনড’ নামের এ অ্যাপটি ব্যবহার করে যুগলরা চ্যাট, ছবি, গান, ভয়েস আদানপ্রদানসহ টাইমলাইন শেয়ারের সুযোগ পাবেন।

অ্যাপটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও কানাডার ব্যবহারকারীরা অ্যাপল অ্যাপ’স স্টোরে পাচ্ছেন। তবে এখনও অ্যাপটি পরীক্ষাধীন রয়েছে।

ফেসবুকের অভ্যন্তরীণ নিউ প্রোডাক্ট এক্সপিরিমেন্টেশন টিম (এনপিই) এই অ্যাপটি তৈরি করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) এনপিই অ্যাপটি সম্পর্কে জানায়, এটি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি ও আপনার সঙ্গীর জন্য একান্ত ব্যক্তিগত একটি জায়গা যেখানে শুধু নিজেরা নিজেদের খুঁজে পাবেন।

টিউনড অ্যাপটি ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে সামাজিক নেটওয়ার্কিং ক্যাটাগরির অ্যাপ তালিকায় ৮৭২ ও কানাডায় ৫৫০ তম অবস্থানে রয়েছে।

টিউনড ফেসবুক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর