ডিএনসিসি এলাকায় কবর জিয়ারত বন্ধের সিদ্ধান্ত
৮ এপ্রিল ২০২০ ০৮:২৮
ঢাকা: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সব কবরস্থানে কবর জিয়ারত, দোয়া, মোনাজাতসহ জনসমাগম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় ডিএনসিসি। তবে কবরস্থানগুলোতে মৃত ব্যক্তির দাফনের স্বাভাবিক কাজ চালু থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষার জন্য সামাজিক দূরত্ব নিশ্চিত করা খুবই জরুরি। এ জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।