Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরে ভালো লাগে না তাই বাইরে, ৫০ জনের জরিমানা


৮ এপ্রিল ২০২০ ০৮:৫০

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় সামাজিক দুরত্ব নিশ্চিতে দ্বিতীয় দিনে ৫০ জনের মোট ৪৭ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মিরপুর, রুপনগর, ভাটারা, রামপুরা ও মগবাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

সরোয়ার আলম সারাবাংলাকে বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আজ দ্বিতীয় দিনের মতো অভিযান চালানো হয়। অদ্ভুত বিষয় হলো এমন কিছু লোকের জরিমানা করা হয়েছে, যারা কোনো কারণ ছাড়াই ঘুরতে বের হয়েছে। জানতে চাইলে তারা বলেন, ঘরে ভালো লাগে না, তাই বাইরে বেরিয়েছি। আবার অনেকে কিছু কিনতে বের হয়েছে যাদের ন্যূনতম প্রোটেকশন ছিল না।’

তিনি বলেন, ‘মঙ্গলবার মোট ৫০ জনকে ৪৭ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। সকলকে সতর্ক করা হয়েছে। পরবর্তী সময় তাদের কাউকে পেলে কারাদণ্ড দেওয়া হবে। এ অভিযান অব্যাহত থাকবে।’

জরিমানা বাইরে ঘোরাফেরা ভ্রাম্যমাণ আদালত র‍্যাব


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর