Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শবে বরাত বৃহস্পতিবার, ঘরে পড়তে হবে নামাজ


৮ এপ্রিল ২০২০ ১৩:৩৭

ঢাকা: আগামীকাল বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত। এবারও রাতটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হবে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় যার যার ঘরে নামাজ পড়তে হবে মুসল্লিদের।

গত ২৫ মার্চ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ৯ এপ্রিল লাইলাতুল বরাত পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়।

তবে করোনাভাইরাসের কারণে এবার নিজ নিজ বাসায় পবিত্র শবে বরাতের ইবাদত যথাযথ মর্যাদায় আদায় করার জন্য সবাইকে বিশেষভাবে আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এ ছাড়া ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় মসজিদে না গিয়ে বাসায় নামাজ পড়তে বলা হয়েছে।

বছরে পাঁচটি পুণ্যময় রজনীর মধ্যে শবে বরাত অন্যতম একটি। শবে বরাতের শাব্দিক অর্থ হচ্ছে মুক্তির রজনী। এই রাতকে বলা হয় লাইলাতুল বরাত বা মুক্তির রজনী। নফল ইবাদতের মাধ্যমে মুসল্লিরা এ রাতে আল্লাহর সান্নিধ্য প্রার্থনা করেন।

নামাজ মুসল্লি লাইলাতুল বরাত শবে বরাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর