Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাকালে পুলিশের সহায়তায় পাওয়া প্রাণ


৮ এপ্রিল ২০২০ ১৭:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে গভীর রাতে প্রসব বেদনায় কাতর নারী হাসপাতালে পৌঁছে দিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। ওই নারীর কোলজুড়ে এসেছে এক ফুটফুটে সন্তান। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় হঠাৎ দিশেহারা হয়ে পড়া পরিবারটি পুলিশের সহায়তায় পেয়েছে প্রসূতির চিকিৎসা সেবা।

মঙ্গলবার (৭ জুলাই) দিনগত রাত সাড়ে তিনটার দিকে নগরীর পাথরঘাটার আশরাফ আলী রোডের এক বাসিন্দা ফোন করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীনকে। কাঁন্নাজড়িত কণ্ঠে ওসিকে জানান, প্রসব বেদনায় কাতর তার স্ত্রীকে দ্রুত হাসপাতালে নিতে হবে। তিনি রাস্তায় নেমে কোনো যানবাহন পাচ্ছেন না। বিভিন্নভাবে চেষ্টা করেও অ্যাম্বুলেন্সের কোনো ব্যবস্থা করতে পারেননি।

বিজ্ঞাপন

ওসি মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘ফোন পাওয়া মাত্রই আমরা আর দেরি করিনি। থানায় রাত্রিকালীন ডিউটিতে থাকা এএসআই আজিজুল ইসলাম ও সুকুমারকে তাদের বাসায় পাঠাই। তারা দেখেন প্রসূতির অবস্থা ভালো না। দেরি করলে গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে। তারা থানার টহল গাড়িতে করেই প্রসূতিকে আন্দরকিল্লায় জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে নিয়ে যান। সঙ্গে ছিলেন স্বামী। আজ (বুধবার) সকালে প্রসূতি এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।’

ওসি জানান, প্রসূতিকে শুধু হাসপাতালে ভর্তি নয়, ওষুধ থেকে শুরু করে প্রাথমিক সেবাও পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। দুপুরে ওসি হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন। প্রসূতির স্বামী এসময় তাকে ধন্যবাদ জানান।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ‘লকডাউন’ পরিস্থিতিতে চট্টগ্রাম নগরীতে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ আছে। ব্যক্তিগত যানবাহন চলাচলও সীমিত করা হয়েছে। এ অবস্থায় সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমানের নির্দেশে নগরীর ১৬ থানা এলাকায় অসুস্থ রোগিকে পুলিশের গাড়িতে করে হাসপাতালে পৌঁছানো হচ্ছে। এছাড়া সিএমপির পক্ষ থেকে ডাক্তার, নার্সসহ চিকিৎসা সেবায় নিয়োজিতদের জন্য বাস চালু করা হয়েছে।

করোনা পুলিশ প্রাণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর