Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসোলেশন থেকে পালিয়েছেন এক বাংলাদেশি— শিলিগুড়িতে আতঙ্ক


৮ এপ্রিল ২০২০ ১৭:৩৬

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে একটি আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে গেছেন এক বাংলাদেশি নাগরিক। শিলিগুড়ি কারেকশনাল হোমে বিচারাধীন ছিলেন তিনি।

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন সেন্টারে রাখা হয়েছিল। শুক্রবার (৩ এপ্রিল) শিলিগুড়ির ওই আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে গেছেন তিনি। তার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ায় করোনাভাইরাস সংক্রমণের আতঙ্ক সৃষ্টি হয়েছে শিলিগুড়িতে।   এ খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

বিজ্ঞাপন

আইসোলেশন সেন্টার থেকে বিচারাধীন বাংলাদেশি পালিয়ে যাওয়ার বিষয়ে মাটগাড়া উলিশ স্টেশনে একটি অভিযোগ দিয়েছেন সংশোধনী কেন্দ্রের তত্ত্বাবধায়ক কৃপাময় নন্দী। ভারতের স্থানীয় পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। ওই বাংলাদেশির সন্ধানেও নেমেছে পুলিশ।

আরও পড়ুন- ঢাকা থেকে পালানো করোনায় আক্রান্ত তরুণীকে পাওয়া গেল রাজবাড়ীতে

আইসোলেশন করোনাভাইরাস শিলিগুড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর