Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখা লকডাউন, হোম কোয়ারেনটাইনে ৮৩ জন


৮ এপ্রিল ২০২০ ১৯:২৩

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার একজন সিনিয়র অফিসার করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার (৮ এপ্রিল) ব্যাংকটির আক্রান্ত ওই কর্মকর্তা বাদে আরও ৮৩ জন কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।

অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহম্মদ শামসুল ইসলাম সারাবাংলাকে এ তথ্য নিশ্চত করেছেন।

শামসুল ইসলাম বলেন, আমাদের ব্যাংকের প্রিন্সিপাল শাখার একজন সিনিয়র কর্মকর্তা আজ (বুধবার) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে আমাদের যা করণীয়, আমরা তার সবই করেছি।

তিনি বলেন, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখায় অক্রান্ত কর্মকর্তাসহ মোট ৮৪ জন কর্মকর্তা-কর্মচারী কাজ করতেন। আমরা সবাইকে হোম কোয়ারেনটাইনে পাঠিয়ে দিয়েছি। তারা সবই আগামী ১৪ দিন হোম কোয়ারেনটাইনে থাকবেন এবং ব্যাংকের শাখাটি লকডাউন থাকবে।

অগ্রণী ব্যাংকের এই ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল শাখার কাজ এখন থেকে মতিঝিল দিলকুশার আমিন কোর্ট ভবনের বৈদেশিক লেনদেন শাখা থেকে পরিচালিত হবে।

অগ্রণী ব্যাংক করোনায় আক্রান্ত টপ নিউজ লকডাউন সিনিয়র অফিসার

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর