Monday 14 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬৫ বস্তা সরকারি চাল চুরি, আটক ৩


৮ এপ্রিল ২০২০ ১৯:৩১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়নে দুস্থদের জন্য বরাদ্দকৃত সরকারি ন্যায্যমূল্যের ১০ টাকা কেজির ৬৫ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ছাড়া, চাল কালোবাজারের বিক্রির চেষ্টায় ডিলারের ছেলেসহ তিনজনকে আটক করা হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, চাল চুরি হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে কয়েকজন অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, রায়গঞ্জের ব্রহ্মগাছা ইউনিয়নের ডিলার নুর ইসলামের ছেলে মোজাফ্ফর হোসেন এবং তার সহযোগী হাচিল গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে শফিকুল ইসলাম ও তার সহোদর শহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীমুর রহমান জানান, মঙ্গলবার রাতে এ সম্পর্কিত অভিযোগ পেয়ে সোর্স লাগানো হয়। সরকারি সম্পত্তি আত্মসাতের ঘটনায় বিষয়টি পাবনা দুদক কার্যালয়ে জানানো হয়েছে।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে ইউএনও জানান।

১০ টাকার চাল চাল চুরি সরকারি চাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর