Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুঃস্থ নারীদের পাশে ‘একগুচ্ছ ভালোবাসা’ নিয়ে উইমেন পিস ক্যাফে


৮ এপ্রিল ২০২০ ২০:৩৮

ঢাকা: বিশ্বব্যাপী ছড়ানো মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কাজ না থাকায় শ্রমজীবী এবং অসহায়-দুঃস্থ, বিধবা নারীদের অনেকেই রয়েছে বিপদে। সমাজের এসব নারীদের পাশে দাঁড়াতে এক ভিন্নধর্মী কার্যক্রম হাতে নিয়েছে দু’টি বিশ্ববিদ্যালয়ে নারী ক্ষমতায়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করা একটি প্ল্যাটফর্ম ‘উইমেন পিস ক্যাফে’। দেশের তিনটি জেলায় ‘এ টোকেন অব লাভ’ শীর্ষক উপহার নিয়ে অসহায়-দুঃস্থ নারীদের পাশে দাঁড়িয়েছেন ক্যাফের সদস্যরা।

সম্প্রতি বগুড়া, সিরাজগঞ্জ এবং নেত্রকোনা জেলায় দুঃস্থ ও অসহায় নারীদের মাঝে এই উপহার দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উইমেন পিস ক্যাফে। শতাধিক পরিবারের মাঝে উপহার হিসেবে দেওয়া হয়- ৪ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি ডাল, আধা লিটার তেল, ১টি জীবাণুনাশক সাবান ও ১টি মাস্কসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসমূহ।

পিস ক্যাফে, জাককানইবি’র চিফ মেনটর লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অলি উল্লাহ বলেন, ‘দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থায় দরিদ্র, দিনমজুর, এবং স্বামী পরিত্যক্ত মহিলারা অনেক কষ্টে দিনাতিপাত করছে। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে অনেক নারী সদস্যই আপদকালীন সময়ে সাহায্য পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকে। সেইসব মানুষদের জন্য উইমেন পিস ক্যাফের মেন্টর ও সদস্যদের নিজ অর্থায়নে ভালোবাসার কিছু নিদর্শন এটি।’

জাককানইবি পিস ক্যাফের সভাপতি মাহমুদা স্বর্ণা বলেন, ‘নারী শুধু একটি সত্ত্বাকে বুঝায় না কারণ এই নারীর সাথে জড়িয়ে আছে একটি পরিবার। যখন এই নারী তার অস্তিত্ব টিকিয়ে রাখতে ব্যর্থ হয় তখন গোটা পরিবারে তার প্রভাব পরে। তাই কোথাও জনসমাগম না করে এসব অসহায় স্বল্প আয়ের নারীদের বাড়িতে গিয়ে ক্যাফের সদস্যরা এই উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। ’

উইমেন পিস ক্যাফে, বেরোবি’র চিফ মেন্টর ড. সোহেলা মুসতারী বলেন, ‘আমাদের সমাজে কিছু মানুষ বিশেষ করে নারী (যেমন বিধবা, বয়স্ক কিংবা নারীপ্রধান পরিবার) থাকেন যারা লোকলজ্জায় কিংবা নেটওয়ার্কিংয়ের অভাবে জানতেও পারে না কোথায় গেলে সামান্য সাহায্যটুকু পাওয়া যাবে। উইমেন পিস ক্যাফে এই মানুষগুলোকে খুঁজে পাবার চেষ্টা করেছে এবং তাদের বাড়ি বাড়ি গিয়ে উপহার পৌঁছে দিয়েছে।’

উইমেন পিস ক্যাফে, বেরোবি’র সভাপতি উম্মে কুলছুম বলেন, ‘আমাদের স্বল্প পরিসরে যতটুকু সহায়তা করা যায় আমরা চেষ্টা করছি নারীদের সাহায্য করতে। উইমেন পিস ক্যাফে সব সময় চেষ্টা করে নারীদের জীবনমান উন্নত করতে। তারই ধারাবাহিকতায় আমাদের ক্ষুদ্র এ আয়োজন।’

উল্লেখ্য, উইমেন পিস ক্যাফে শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় নারী ক্ষমতায়ন, নারীদের উদ্ভাবনী চিন্তার প্রয়োগ-বাস্তবায়ন এবং নারী উদ্যোক্তা তৈরিতে একটি সৃষ্টিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে। ইউএন উইমেনের এমপাওয়ার্ড উইম্যান পিসফুল কমিউনিটিজ প্রকল্পের আওতায় সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে), ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় দেশে প্রথমবারের মতো দু’টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি ও বেরোবি) প্রতিষ্ঠিত হয় এই পিস ক্যাফে।

উইমেন পিস ক্যাফে দুঃস্থ নারী নারীদের শ্রমজীবী


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর