পুরান ঢাকায় আবির উৎসবে কলেজছাত্র খুন
১ মার্চ ২০১৮ ১৩:৫৫ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৪৫
স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা : পুরান ঢাকার লক্ষ্নীবাজার ভিক্টোরিয়া পার্ক এলাকায় ছুরিকাঘাতে রওনক (১৮) নামে এক কলেজছাত্র খুন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত রওনক আজিমপুর নিউ পল্টন লাইন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
আবির উৎসবে আসা রওনকের বন্ধু মামুন, ফাহিম, অমিত জানান তারা দোল পূর্ণিমা উপলক্ষে আবির উৎসবে যোগ দিয়েছিলেন। প্রতিবছরই তারা এ উৎসবে আসেন। বৃহস্পতিবার আবির উৎসব চলার একপর্যায়ে তারা দেখেন রওনক রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। রওনকের শরীরের ডান পাশ জখম ও রক্তাক্ত।
হাসপাতালে সন্তানহারা মায়ের কান্না
রওনককে আহতাবস্থায় তিন বন্ধু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
সোয়া ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কে বা কারা রওনকে ছুরিকাঘাত করেছে তা জানাতে পারেনি তার বন্ধুরা।
তবে তারা জানিয়েছে, এলাকায় মেয়েলি বিষয় নিয়ে আগে থেকেই কয়েকজন যুবকের সঙ্গে রওনকের গণ্ডগোল ছিল।
রওনকের বাবার নাম মো. শহীদ। তার মা হেনা বেগম স্থানীয় ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের নেত্রী।
কামরাঙ্গীরচর রনি মার্কেট এলাকায় তাদের বাসা।
সারাবাংলা/এসএসআর/একে