কনস্টেবল করোনায় আক্রান্ত, এপিবিএনের ৪৮ সদস্য কোয়ারেনটাইনে
৮ এপ্রিল ২০২০ ২৩:৪৫
ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে নগরীর এসকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যা থেকে এপিবিএন’র আরও ৪৮ সদস্যকে হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে।
মুক্তাগাছা এপিবিএন সুপারেন্টেডেন্ট মোহাম্মদ নজরুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন ময়মনসিংহে আরেকজনের শরীরেও করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়।
জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, ময়মনসিংহ পিসিআর ল্যাবে বুধবার ৫০ জনের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এসময় দুই জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়। এরমধ্যে ময়মনসিংহের মুক্তাগাছার এপিবিএন’র এক কনস্টেবল এবং অপরজন জামালপুর জেলার মাদারগঞ্জের বাসিন্দা।
তিনি জানান, খবরটি নিশ্চিত হওয়ার পর মুক্তাগাছা এপিবিএন লকডাউন করা হয়েছে। পুলিশের ওই কনস্টেবল গত মাসের শেষ দিকে ঢাকার স্পেশাল পুলিশ ব্যাটালিয়ন (এসপিবিএন) থেকে বদলি হয়ে ময়মনসিংহ এপিবিএন এ যোগদান করেছিলেন।