Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে প্লাবিত তিন গ্রাম


৯ এপ্রিল ২০২০ ০০:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে প্রবল জোয়ারের চাপে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামের ৭/১ পোল্ডার সংলগ্ন এলাকায় প্রায় এক’শ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে কুড়িকাউনিয়া, শ্রীপুর ও বৃষ্টিনন্দন গ্রামের প্রায় এক হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি প্লাবিত হয়েছে।

বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে প্রায় অর্ধশতাধিক পরিবার। স্থানীয়রা জানান, আগে থেকেই বাঁধটি ঝুঁকিপূর্ণ ছিল। প্রবল জোয়ারের চপে হঠাৎ করেই মধ্য রাতে বাঁধটি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে পানিতে তলিয়ে গেছে প্রায় এক হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, ইতিমধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে হাজারেরও বেশি মানুষ স্বেচ্ছায় বেড়িবাঁধটি সংস্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেড়িবাঁধটি সংস্কার করা না গেলে পরবর্তী জোয়ারে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রতাপনগর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, পানি উন্নয়ন বোর্ডের অবহেলার কারণেই প্রতাপনগর ইউনিয়নের এই বেড়িবাঁধ প্রতিবারই ভেঙে যায়। বার বার বলা সত্ত্বেও পানি উন্নয়ন বোর্ড ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারে তেমন কোন উদ্যোগ নিচ্ছেন না।

এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আরিফুজ্জামান ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে জানান, তাৎক্ষণিক কিছু বালুর বস্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত বেড়িবাঁধটি সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

বেড়িবাঁধ বেড়িবাঁধ ভেঙে বন্যা সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর