Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ প্রণোদনা চান মালিকরা


৯ এপ্রিল ২০২০ ০১:২৮

ঢাকা: করোনাভাইরাসের প্রভাবে বন্ধ থাকা পরিবহন খাতে দৈনিক ৫০০ কোটি টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। ফলে এই সেক্টরে দৈনিক মজুরি ভিত্তিতে কর্মরত ৯০ লাখ শ্রমিক এখন বেকার হয়ে পড়েছেন। আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় মালিকপক্ষ থেকেও বেতন পরিশোধ করা যাচ্ছে না। আর এ কারণে এ খাতটির শ্রমিকদের জন্য বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছে সংগঠনটি।

বুধবার সংগঠনের সভাপতি মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহর যৌথ এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) সারা বিশ্বের মত বাংলাদেশও ছড়িয়ে পড়ছে। সংক্রমণ রুখতে গত ২৬ মার্চ থেকে গণপরিবহন চলাচল সীমিত করা হয়। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গণপরিবহণ চলাচল বন্ধ থাকবে। এমন অবস্থায় পরিবহন সেক্টরের চালক-শ্রমিকরা কর্মহীন অবস্থায় রয়েছে। যারা দৈনিক বেতন ভিত্তিক কাজ করে তাদের আয়-রোজগার বন্ধ থাকায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে।

বিবৃতিতে বলা হয়, দেশের ইতিহাসের এই দুর্যোগময় পরিস্থিতিতে অসহায় শ্রমিক পরিবারের প্রতি সহায়তার হাত বাড়ানো জরুরি।

পরিবহন সেক্টর বন্ধ থাকলে দৈনিক ক্ষতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। এই বিশাল ক্ষতির কথা বিবেচনা করে এই সেক্টরের মালিক-শ্রমিকদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করার দাবি জানানো হয় বিবৃতিতে।

করোনাভাইরাস পরিবহণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর