Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে দুদকের বৈশাখী ভাতা


৯ এপ্রিল ২০২০ ০৬:৪৮

ঢাকা: করোনাভাইরাস মহামারি মোকাবিলায় এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সকল কর্মকর্তাদের বৈশাখী ভাতার ১৯ লাখ ১২ হাজার ৪০০ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাতে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য।

তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, কমিশনার, সচিবসহ সকল স্তরের কর্মকর্তাদের ২০২০ সালের বৈশাখী ভাতার টাকা প্রধানমন্ত্রীর ‘করোনা তহবিল’-এ জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে বাংলাদেশেও। করোনাভাইরাসের এ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী ত্রান তহবিলে এর আগে সরকারের নানা স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের বেতন ভাতা থেকে অর্থ দিয়েছেন। এর ধারবাহিকতায় এবার দুদকের সকল কর্মকর্তারা তাদের বৈশাখী ভাতার ১৯ লাখ ১২ হাজার ৪০০ টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দিলেন।

করোনা তহবিল দুদক

বিজ্ঞাপন

বিদেশ বিভুঁই। ছবিনামা-১
২৪ নভেম্বর ২০২৪ ২৩:০০

আরো

সম্পর্কিত খবর