করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর তহবিলে দুদকের বৈশাখী ভাতা
৯ এপ্রিল ২০২০ ০৬:৪৮
ঢাকা: করোনাভাইরাস মহামারি মোকাবিলায় এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সকল কর্মকর্তাদের বৈশাখী ভাতার ১৯ লাখ ১২ হাজার ৪০০ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) রাতে সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য।
তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, কমিশনার, সচিবসহ সকল স্তরের কর্মকর্তাদের ২০২০ সালের বৈশাখী ভাতার টাকা প্রধানমন্ত্রীর ‘করোনা তহবিল’-এ জমা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে বাংলাদেশেও। করোনাভাইরাসের এ সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী ত্রান তহবিলে এর আগে সরকারের নানা স্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের বেতন ভাতা থেকে অর্থ দিয়েছেন। এর ধারবাহিকতায় এবার দুদকের সকল কর্মকর্তারা তাদের বৈশাখী ভাতার ১৯ লাখ ১২ হাজার ৪০০ টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দিলেন।