নরসিংদীতে চলছে লকডাউন, তৎপর প্রশাসন
৯ এপ্রিল ২০২০ ১১:৫৯
নরসিংদী: নরসিংদীতে চলছে লকডাউন। করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলা ও সুরক্ষার প্রয়োজনে পাশের জেলাগুলো থেকে যানবাহন ও সাধারণ মানুষের অবাধে প্রবেশ এবং বহির্গমন ঠেকাতে এ লকডাউন ঘোষণা করেছেন স্থানীয় প্রশাসন।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে নরসিংদীর জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করেন।
নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা হচ্ছে। সকাল থেকেইে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারির পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীও। জরুরি খাদ্যসামগ্রী সরবরাহ ও চিকিৎসা ছাড়াও আওতাবর্হিভুত থাকছে ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ৫২ কিলোমিটার অংশ। এছাড়া সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন, দিনরাতে জনসাধারণের চলাচল বন্ধে রয়েছে নিষেধাজ্ঞা।
আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।