Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাজেদের ফাঁসি কার্যকরের আগে তাকে জিজ্ঞাসাবাদের দাবি নাসিমের


৯ এপ্রিল ২০২০ ১৩:০৪ | আপডেট: ৯ এপ্রিল ২০২০ ১৪:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের ফাঁসির আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদের ফাঁসির রায় কার্যকর করার আগে তাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। এর মধ্য দিয়ে জাতীয় চার নেতা হত্যাকাণ্ড এবং বঙ্গবন্ধুর অন্যান্য খুনিদের অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য বের হয়ে আসতে পারে বলে মনে করেন ১৪ দলের এই মুখপাত্র।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক ভিডিও বার্তায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম এ দাবি করেন।

তিনি বলেন, ‘এই খুনির ফাঁসির রায় অবশ্যই কার্যকর হবে তবে। তবে এর আগে তাকে জিজ্ঞাসাবাদ করলে বঙ্গবন্ধু ও জেলখানায় চার নেতা হত্যাকাণ্ডের নেপথ্যে কারা ছিল সে তথ্য জানা যাবে। জিজ্ঞাসাবাদে জানা যাবে বঙ্গবন্ধুর বাকি খুনিরা কোথায় পালিয়ে আছে সেটাও।’

বিজ্ঞাপন

নাসিম বলেন, ‘করোনাভাইরাসের মহাবিপর্যয়ের মধ্যে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মস্বীকৃত খুনি পলাতক আব্দুল মাজেদকে গ্রেফতার দেশবাসীর জন্য একটি সুসংবাদ বয়ে এনেছে। আমরা আশ্বস্ত হয়েছি যে, দীর্ঘ এক যুগ পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুনিকে গ্রেফতার করেছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই। আমি মনে করি, এই খনি শুধু জাতির জনককে হত্যা করেনি, এই খুনি জেলখানায় ঢুকে জাতীয় চার নেতা হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল।’

মাজেদকে জিজ্ঞাসাবাদের দাবি তুলে তিনি বলেন, ‘এই খুনিকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টদের অনুরোধ করব, এর মৃত্যুদণ্ড কার্যকর করার আগে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কারণ এই খুনি বলতে পারবে, সেদিন জেলখানায় হত্যার নির্দেশ কে বা কারা দিয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে অনেককিছু উম্মোচন হবে; কারা বঙ্গবন্ধু ও জেলখানায় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করেছিল।’

১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, ‘মাজেদের বিচার হয়েছে, বিচার কার্যকর হবে। কিন্তু তাকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে খুনের নেপথ্য খলনায়কদের বের করা দরকার। না হলে অনেককিছু অজানা থেকে যাবে।’

জাতীয় চার নেতা জিজ্ঞাসাবাদ বঙ্গবন্ধুর খুনি মাজেদ মোহাম্মদ নাসিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর