Sunday 06 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাস: ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধবিরতি


৯ এপ্রিল ২০২০ ১৩:৫৮ | আপডেট: ৯ এপ্রিল ২০২০ ১৫:৩১

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বিশ্বমহামারি কোভিড-১৯ এর সংক্রমণের মুখে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট যুদ্ধবিরতির সিদ্ধান্তে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে কয়েকটি সূত্র বিবিসিকে জানিয়েছে।

২০১৫ সাল থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন এই পশ্চিমা সামরিক জোট ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে লিপ্ত রয়েছে। পাঁচ বছর ধরে চলমান এই গৃহযুদ্ধ থামাতে জাতিসংঘের প্রচেষ্টার অংশ হিসেবে এই যুদ্ধবিরতি প্রস্তাব বাস্তবায়িত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

এর আগে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ওই অঞ্চলে যুদ্ধ থামিয়ে নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ বিশ্বমহামারির গণসংক্রমণ ঠেকাতে সকল পক্ষের অংশগ্রহণ প্রত্যাশা করেছিলেন। এছাড়াও, ওই অঞ্চলে কর্মরত জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথের নেতৃত্বে সবাইকে কাজ করার আহ্বান জানান।

মার্টিন গ্রিফিথ বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে এই যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানান।

তবে, হুথি বিদ্রোহীরা এখনও এই যুদ্ধবিরতি প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে কি না – সে ব্যাপারে কিছু জানা যায়নি।

এ ব্যাপারে ইয়েমেনে হুথিদের মুখপাত্র মোহাম্মেদ আব্দুল সালাম বিবিসিকে জানিয়েছে, ইয়েমেনে যুদ্ধবিরতির লক্ষে জাতিসংঘের এই ভূমিকা প্রশংসনীয়।

ইয়েমেন কোভিড-১৯ নভেল করোনাভাইরাস হুথি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর