Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত


৯ এপ্রিল ২০২০ ১৪:৩৯

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। করানাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে জরুরি সেবা কার্যক্রম এই ছুটির আওতামুক্ত থাকবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুনরায় ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত ৩-দিন পূর্বে বিজ্ঞপ্তির মাধ্যমে তা শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ১৪ এপ্রিল ২০২০ পর্যন্ত বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিষ্টাচার অনুসরণ, নিজ উদ্যোগে পাঠ্যক্রম অধ্যয়ন ও শরীরচর্চার পরামর্শ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই ছুটিকালীন শিক্ষার্থীদেরকে আচরণের সকল শিষ্টাচার অনুসরণ করে নিজ নিজ ঘরে অবস্থান করতে পরামর্শ দেওয়া হলো। শিক্ষার্থীদর নিজ উদ্যোগে নিজের পাঠক্রম ও সামগ্রিক বিষয় অধ্যয়ন চর্চা অব্যাহত রাখতে এবং সীমিত পরিসর হলেও শরীর চর্চার বিষয়ে যত্বশীল থাকার পরামর্শ দেওয়া হলো।’

প্রসঙ্গত, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় এ নিয়ে দুই দফা ছুটি বাড়ানোর পর আজ তৃতীয় দফায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

করোনাভাইরাস ক্লাস-পরীক্ষা ঢা‌বি স্থগিত

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর