Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে নতুন করোনা রোগী শনাক্ত ১১২ জন, মৃত্যু ১


৯ এপ্রিল ২০২০ ১৪:৪২

ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ এ আক্রান্ত ১১২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া এ ভাইরাসে আক্রান্ত একজন মারা গেছেন।

নতুন শনাক্ত হওয়া ১১২ জনসহ গত এক মাসে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৩০ জন। এ ছাড়া গত এক মাসে করোনায় মারা গেছেন ২১ জন।

করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, ১১২ জনের মধ্যে পুরুষ রোগী ৭০ জন ও নারীর সংখ্যা ৪২ জন। নতুন আক্রান্তদের মধ্যে ১০ বছর বয়সের নিচে রয়েছে তিনজন। ষাটোর্ধ্ব রোগী রয়েছেন ১২ জন।

যিনি মারা গেছেন তার বয়স ৬০ বছরের বেশি। তিনি পুরুষ।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ঢাকার। এর পরের অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জ।

গত ৮ এপ্রিল বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওইদিন নমুনা পরীক্ষায় একজন রোগী শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

গত ২৪ ঘণ্টায় ১০৯৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। গতকালের তুলনায় নমুনা সংগ্রহ সংখ্যা ১১ শতাংশ বেড়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩৭ জন হোম কোয়ারেনটাইনে রয়েছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে আছেন ১৪৯ জন। দেশে মোট কোয়ারেনটাইনে আছেন ১০ হাজারের বেশি মানুষ।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, কোভিড-১৯ এর জন্য দেশে আইসিইউ এর সংখ্যা ১১২টি।

করোনাভাইরাস টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর