Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ব্যাংক এশিয়ার এক শাখা লকডাউন, ১৫ কর্মী কোয়ারেনটাইনে


৯ এপ্রিল ২০২০ ১৮:৫৭

চট্টগ্রাম ব্যুরো: করোনাভাইরাসে (কোভিড-১৯) এক কর্মকর্তা আক্রান্ত হওয়ায় চট্টগ্রামের একটি শাখা লকডাউন করেছে ব্যাংক এশিয়া। সেইসঙ্গে ওই শাখায় কর্মরত ১৫ জন কর্মকর্তা-কর্মচারিকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পুলিশের উপস্থিতিতে ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখা লকডাউনের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সারাবাংলাকে বলেন, ‘চট্টগ্রামে গতকাল (বুধবার) করোনাভাইরাসে আক্রান্ত হওয়া তিনজনের একজন পোশাক কারখানার কর্মকর্তা। তিনি গত ১ এপ্রিল অফিসের কাজে ওই ব্যাংকে এসেছিলেন। এরপর তার এক সহকর্মীও গত ৫ এপ্রিল ওই ব্যাংকে এসেছিলেন। এজন্য পুলিশের পক্ষ থেকে ওই শাখা লকডাউন করে ১৫ জনকে হোম কোয়ারেনটাইনে যাওয়ার জন্য বলা হয়েছে। আগামী ১৪ দিন ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখা বন্ধ থাকবে।’

বুধবার শনাক্ত হওয়া তিনজনের মধ্যে এক নারী নগরীর হালিশহরের বাসিন্দা। দুই পুরুষের একজন নগরীর সাগরিকা এবং একজন সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।

তিন রোগী শনাক্তের পর বৃহস্পতিবার নগরীর সাগরিকা এলাকায় ৫টি বাড়ি, হালিশহরের শাপলা আবাসিক এলাকায় ৬টি বাড়ি এবং সীতাকুণ্ড এলাকায় মোট ৫টি বাড়ি ও ৬টি দোকান লকডাউন করা হয়েছে।

চট্টগ্রাম ব্যাংক এশিয়া শাখা লকডাউন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর