Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদাবরে লকডাউন হওয়া বাড়ি দেখতে মানুষের ভিড়


৯ এপ্রিল ২০২০ ১৯:১৮

ঢাকা: করোনাভাইরাসের বিস্তার রোধে রাজধানীর আদাবরে ১৭ নম্বর রোডের একটি বাড়ি দুইদিন ধরে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। কিন্তু এই বাড়িটি ঘিরে অযাচিত ভিড় করতে শুরু করেছেন উৎসুক মানুষরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) ওই বাড়িটির আশেপাশে এ দৃশ্য দেখা যায়। যারা এসেছেন তাদের অধিকাংশই করোনাভাইরাসের কারণে আপাতত কর্মহীন। এছাড়া কারও কারও বাসায় প্রচণ্ড রোডে অবস্থান করা কষ্টসাধ্য বলে তারা বের হয়ে পথে পথে হাঁটছেন।

বিজ্ঞাপন

এছাড়া অতি উৎসুক অনেকেই আসেন ওই বাড়িটির আশেপাশে। বৃহস্পতিবার সকালে কথা হয় এক বাবার সঙ্গে। তিনি তার এক বছর বয়সী ছেলেকে নিয়ে ওই বাড়িটি দেখতে এসেছিলেন।

জানতে চাইলে শিশুর বাবা বলেন, ‘এমনিতে এসেছি। আমরা তো সাবধানে আছি, কোনো সমস্যা নেই।’

অকারণে ঘোরাঘুরি করা কি ঠিক জানতে চাইলে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আপনারা এসেছেন তাই দেখতে এসেছি।’

এ প্রতিবেদককে আরেক তরুণ বলেন, ‘সারাদিন ঘরেই ছিলাম। আমার টিনশেডের ঘর। রোদে ঘরে থাকতে পারি না। ঘুম আসে না। তাই বের হয়েছি।’

এই বাড়ির সামনে কেন জানতে চাইলে ওই তরুণ বলেন, ‘এই বাড়িতে নাকি ভাইরাস ধরা পড়েছে, তাই দেখতে এসেছি।’

ওই বাড়ির পাশে দাঁড়িয়ে ছিলেন নিজাম উদ্দিন নামে এক দোকানি। তিনি বলেন, ‘আগে তো দোকান খুলে বসে থাকতাম। সময় কাটত। দোকানপাট বন্ধ, সময় কাটে না। তাই বাইরে ঘোরাঘুরি করি।’

তিনি বলেন, ‘শুনেছি, এই বাড়িতে লোকজন যাওয়া-আসা বন্ধ। বাড়িটি তাই দেখতে এসেছি।’

আদাবর ১৩ নম্বর রোডের বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, ‘মহল্লায় একটি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জেনেছি। অকারণে অনেক মানুষ ওই বাড়ির আশেপাশে ভিড় করছে এটা ঠিক না।’

বিজ্ঞাপন

এ বিষয়ে আদাবরে টহলে থানা পুলিশ কর্মকর্তা এসআই মানিক বলেন, ‘আমরা টহলে অন্য এলাকায় গেলেই লোকজন এই বাড়ির আশেপাশে ভিড় করে। আমাদের উপস্থিতি দেখলে উৎসুক লোকজন সটকে পড়ে।’

আক্ষেপ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘সবাই যার যার জায়গা থেকে সচেতন হওয়া জরুরি। প্রত্যেকে অন্তত তিন ফুট দূরত্বে অবস্থান করা জরুরি। কিন্তু অধিকাংশ জনই এই নিয়ম মানছেন না।’

আদাবর করোনা মোকাবিলা করোনাভাইরাস টপ নিউজ রাজধানী লকডাউন বাড়ি

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর