Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএসএমএমইউ অধ্যাপক করোনায় আক্রান্ত


৯ এপ্রিল ২০২০ ২০:৪২

ঢাকা: নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একজন অধ্যাপক। তিনি একটি বিভাগের দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিএসএমএমইউ ল্যাবে নমুনা পরীক্ষায় ওই অধ্যাপকের শরীরে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া যায়। বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে মাহবুবুল হক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মাহবুবুল হক বলেন, আমাদের ল্যাবে কোভিড-১৯ পরীক্ষার পরে ফল পাঠানো হয় স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও রোগ গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর)। সেখান থেকেও তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়।

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক জানান, ওই অধ্যাপক একটি বিভাগের দায়িত্বে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তিনি প্রতিদিনই হাসপাতালে আসতেন। আজও তিনি তার সহকর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন। এ অবস্থায় তার সংস্পর্শে যারা এসেছিলেন বলে তথ্য পাওয়া গেছে, তাদের সবাইকে কোয়ারেনটাইনে নেওয়া হয়েছে।

এছাড়াও ওই অধ্যপক যে বিভাগের দায়িত্বে ছিলেন, সেই বিভাগটিতে জীবাণুনাশক ছিটানো হয়েছে বলে জানা গেছে হাসপাতাল সূত্রে।

এর আগে, বিএসএমএমইউয়ের আরও একজন চিকিৎসক কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন

করোনায় আক্রান্ত বিএসএমএমইউ বিএসএমএমইউ অধ্যাপক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর