Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে গানে গানে ঘরবন্দি মানুষকে ‘ঘর না ছাড়ার’ আহ্বান


১০ এপ্রিল ২০২০ ০০:২৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে গানে গানে মানুষকে সচেতন করার কাজ শুরু করেছে পুলিশ। করোনাভাইরাসের সংক্রমণের কারণে সৃষ্ট লকডাউন পরিস্থিতিতে মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে গানে গানে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নগরীর ডবলমুরিং থানা পুলিশ বিভিন্ন এলাকায় গান বাজিয়ে মানুষকে ঘরে থাকার জন্য উদ্বুদ্ধ করে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ সারাবাংলাকে বলেন, ‘চট্টগ্রামে পাঁচ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। সংক্রমণ বিস্তারের ঝুঁকিতে আছে চট্টগ্রাম নগরী। এ অবস্থায় মানুষকে ঘরে রাখার কোনো বিকল্প নেই। মানুষকে ভয় দেখিয়ে কিংবা স্বাভাবিক পুলিশি কার্যক্রমের বাইরে গিয়ে বিনোদনের মাধ্যমে তাদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি আমরা। সাধারণ মানুষকে বলছি, করোনাভাইরাস প্রতিরোধ করতে হলে ঘর ছেড়ে বের হওয়া যাবে না।’

ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) কিশোর মজুমদার সারাবাংলাকে জানান, গীতিকার হুমায়ন চৌধুরীর লেখা ও শিল্পী আলাউদ্দিন তাহেরের গাওয়া গানটি রেকর্ড করে বাজানো হচ্ছে। এসময় থানার পুলিশ সদস্যরা ঘুরে ঘুরে মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন।

‘নিরাপদে থাকো ঘরে, ঘুরাঘুরি করো না/ বাইরে তোমরা যেও না, সর্বনাশা মরণব্যাধি এলো করোনা’— গানটি বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা ও ব্যাংক কলোনি আবাসিক এলাকা এবং মনসুরাবাদে পিডিবি কলোনিতে বাজানো হয়।

গানে-গানে মানুষকে সচেতন করার এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এসআই কিশোর।

এর আগে নগরীর কোতোয়ালি থানা পুলিশের ওসি মোহাম্মদ মহসীনের তত্ত্বাবধানেও গানে গানে মানুষকে সচেতন করার কার্যক্রম চালানো হয়।

বিজ্ঞাপন

গানে গানে সচেতনতা চট্টগ্রাম পুলিশ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর