Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাম্বুলেন্স-মাইক্রোবাসের সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৪


১০ এপ্রিল ২০২০ ১৩:২৭ | আপডেট: ১০ এপ্রিল ২০২০ ১৩:৩৫

মুন্সীগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় অ্যাম্বুলেন্স ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

নিহত দেলোয়ারের বাড়ি মাদারীপুরের শিবচর এলাকায়। তিনি মাইক্রোবাসের আরোহী ছিলেন। এ ঘটনায় আহতরা হলেন- আরজু (৪০), আবুল হোসেন (৩৬), নাসিম (২৮) ও বাবু (২৮)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার দেওয়ান আজাদ হোসেন জানান, সকাল ৬টার দিকে একটি অ্যাম্বুলেন্স ঢাকার দিকে যাচ্ছিল। তখন উল্টোপথে আসা মাওয়াগামী মাইক্রোবাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ফায়ার সার্ভিস কর্মীরা আহত চার জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্সটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে বলেও জানান ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার।

অ্যাম্বুলেন্স ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মাইক্রোবাস সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর