রিটার্ন জমা দিতে খোলা থাকবে ভ্যাট অফিস
১০ এপ্রিল ২০২০ ২০:১৬
ঢাকা: করদাতাদের আমদানি-রফতানিসহ অন্যান্য ব্যবসায়িক সুবিধা দিতে তথা ভ্যাট রিটার্ন দাখিলের জন্য সীমিত পরিসরে ভ্যাট সার্কেল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মুমেন সারাবাংলাকে এ কথা জানান।
তিনি বলেন, ‘ভ্যাট আইন অনুযায়ী প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। সেলক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড শুধুমাত্র ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে সরকারি সাধারণ ছুটির সময়ে সীমিত আকারে ভ্যাট সার্কেল অফিসসমূহ ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।’