চট্টগ্রামে আরও দুই করোনা আক্রান্ত রোগী শনাক্ত
১০ এপ্রিল ২০২০ ২২:৪৫
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমিত আরও দুইজন রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে সাতজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) চট্টগ্রামের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকসাস ডিজিজেজ- বিআইটিআইডিতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সংগ্রহ করা নমুনা পরীক্ষায় দুজনের সংক্রমণের বিষয়টি শনাক্ত হয়।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসান শাহরিয়ার কবির সারাবাংলাকে বলেন, ‘আজ (শুক্রবার) নমুনা পরীক্ষায় দুজনের পজিটিভ এসেছে। দুজনই পুরুষ। একজনের বয়স ৩৫, আরেকজনের ৫০। পরীক্ষা এখনো চলমান আছে। শেষ হলে মোট কতজনের পরীক্ষা হয়েছে সেটা বলা যাবে।’
নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান সারাবাংলাকে বলেন, ‘আক্রান্ত একজনের বাসা নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার শিববাড়ি লেইনে। আরেকজনের বাসা ইস্পাহানি গোলপাহাড় এলাকায়। তাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে নেওয়া হবে।’
আক্রান্তদের ঠিকানা জানার পর সিভিল সার্জনকে সঙ্গে নিয়ে এসব এলাকা লকডাউনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা ওয়ারিশ।
এদিকে নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা সারাবাংলাকে জানান, ফিরিঙ্গিবাজার এলাকায় আক্রান্ত ব্যক্তি পেশায় কাঠ ব্যবসায়ী। শিববাড়ি লেইনে তার মালিকানাধীন ১১ তলা ভবন আছে। সেখানে ৫৭টি ফ্ল্যাট আছে। অষ্টম তলায় তারা চার ভাইয়ের যৌথ পরিবারের সদস্যরা বসবাস করেন।
গত এক সপ্তাহ ধরে তিনি জ্বর, সর্দি, কাশিতে ভুগছিলেন। বৃহস্পতিবার তাকে বিআইটিআইডিতে ভর্তি করা হয়। শুক্রবার নমুনা পরীক্ষায় পজিটিভ ফল আসার পর তার বাড়ি লকডাউনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
নগর পুলিশের আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান সারাবাংলাকে জানান, আক্রান্ত আরেক ব্যক্তি পেশায় নগরীর পাহাড়তলী ঝোলারহাট কাঁচাবাজারের সবজি বিক্রেতা। তিনি থাকেন ইস্পাহানি রেলগেইটের সামনে গোলপাহাড়ে বস্তিতে। চারদিন আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার নমুনা সংগ্রহের পর বিআইটিআইডিতে পরীক্ষা হয়।
ওসি মোস্তাফিজুর জানান, কাঁচাবাজারে প্রচুর ভিড় থাকে। সেখানে তিনি সামাজিক সংক্রমণের শিকার হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বস্তিতে তার দুটি ঘর আছে। সেগুলো লকডাউনের অংশ হিসেবে পুলিশ মোতায়েন করা হয়েছে। কাঁচাবাজারের বিষয়ে পাহাড়তলী থানাকে অবহিত করা হয়েছে।
চট্টগ্রামে এর আগে পাঁচজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। এদের মধ্যে নগরীর দামপাড়ার বাসিন্দা বাবা-ছেলেও রয়েছেন। আক্রান্ত একজন নারীর বাসা নগরীর হালিশহরে। এছাড়া নগরীর সাগরিকা এবং সীতাকুণ্ড উপজেলায় আক্রান্ত দুজন পুরুষ রয়েছেন।