Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের


১১ এপ্রিল ২০২০ ০২:৩৩

ঢাকা: দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ায় মূল্য সংযোজন কর-ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল)এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে সংগঠনটি।

চিঠিতে জরিমানা ছাড়া মূল্য সংযোজন কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হয়।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের লেখা চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে অনেক করদাতার পক্ষে মূল্য সংযোজন কর রিটার্ন দাখিল করা সম্ভব হবে না।

ওই চিঠিতে রিটার্ন দাখিলের সময়সীমা জরিমানা ছাড়া বাড়ানোর জন্য এনবিআর’কে বিশেষভাবে অনুরোধ করা হয়।

উল্লেখ্য, ভ্যাট আইন অনুযায়ী প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। এ অবস্থায় ভ্যাট সার্কেল অফিসগুলো ১২ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

উল্লেখ্য বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া দোকানপাটসহ সকল ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

করোনাভাইরাস

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর