Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লকডা‌উন এলাকায় রাষ্ট্রায়ত্ত ৬টি ব্যাংক খোলা থাকবে


১১ এপ্রিল ২০২০ ২৩:৩২

ঢাকা: লকডাউন ঘোষিত এলাকায় রাষ্ট্রায়ত্ত সরকারি ৬টি ব্যাংক সীমিত আকারে ব্যাংকিং লেনদেন চালু রাখবে। ব্যাংকগুলো হলো- সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

সরকারি ভাতা, বিভিন্ন অনুদান বিতরণ, ট্রেজারি কার্যক্রম ও জনসাধারণের অতি জরুরি আর্থিক প্রয়োজন মেটানোর জন্য এ নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, ট্রেজারি কার্যক্রম, সরকারি ভাতা ও অনুদান বিতরণ এবং জনসাধারণের অতি জরুরি আর্থিক প্রয়োজন মেটানো জরুরি। এই অবস্থায় সরকার, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন অথবা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে লকডাউন ঘোষিত এলাকাগুলোতে সীমিত আকারে ব্যাংকিং সেবা চালু রাখতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের একই বিভাগ থেকে লকডাউন ঘোষিত এলাকায় ব্যাংকের শাখাসমূহ বন্ধ রাখার প্রজ্ঞাপন জারি করা হয়েছিল। কিন্তু জনসাধারণের আর্থিক প্রয়োজনীয়তার দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আগামী ১২ এপ্রিল রোববার থেকে সকল জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত লকডাউন ঘোষিত এলাকায় ব্যাংকের সকল শাখায় দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। তবে আনুষঙ্গিক কাজের জন্য দুপুর ২টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। এইসব শাখাগুলোতে সরকারি চালান গ্রহণ, পে অর্ডার ইস্যু, জরুরি বৈদেশিক লেনদেন, টাকা জমা, উত্তোলন এবং সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন ভাতা ও অনুদান বিতরণ কার্যক্রম সম্পাদন করতে হবে।

বিজ্ঞাপন

সকল শাখায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রজ্ঞাপনে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও প্রজ্ঞাপনে জেলা ও উপজেলা পর্যায়ে অবস্থিত ব্যাংকের শাখাগুলোতে ব্যাংকের কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের সুবিধার জন্য প্রয়োজনীয় বাহনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংকিং রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংক লকডাউন

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর