Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিড়িয়াখানায় জিরাফ পরিবারে নতুন অতিথি


১১ এপ্রিল ২০২০ ২৩:৫৮

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রায় গোটা দেশ অবরুদ্ধ। কোথাও জনসমাগম নেই। দর্শনীয় স্থানগুলোতেও নেই দর্শনার্থীদের আনাগোনা। একই চিত্র জাতীয় চিড়িয়াখানাতেও। এই সুনসান নিরবতায় সেখানে জিরাফ পরিবারের সদস্য বাড়ল, যোগ হলো আরও এক সদস্য।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে একটি জিরাফ ছানার জন্ম হয়েছে জাতীয় চিড়িয়াখানায়। এর আগে সাধারণ ছুটি শুরুর ঠিক আগের দিন ২৫ মার্চ জন্ম নেয় আরও একটি জিরাফ ছানা। এ নিয়ে জিরাফ ছানার সংখ্যা দাঁড়াল দশে।

বিজ্ঞাপন

চিড়িয়াখানার কিউরেটর ডা. নুরুল ইসলাম বলেন, নবজাতক জিরাফটি সুস্থ আছে। নিরিবিলি পরিবেশের কারণে এখানকার প্রাণীরা মানসিক ও শারীরিকভাবে সুস্থ রয়েছে। এখানকার পাখিরাও ডিম দিতে শুরু করেছে।

চিড়িয়াখানার কর্মকর্তারা বলছেন, এতদিন লোকজনের কোলাহলে নিভৃত জীবনযাপনের সুযোগ পায়নি চিড়িয়াখানার পাখি-প্রাণীরা। ফলে স্বাভাবিক প্রজনন ব্যহত হতো। কিন্তু করোনাভাইরাসের বিস্তার রোধে দেশের অন্যান্য প্রতিষ্ঠানের মতো জাতীয় চিড়িয়াখানাও বন্ধ করে দেওয়া হয়। দর্শকশূন্য চিড়িয়াখানায় স্ব মহিমায় সংসার বাড়াতে শুরু করেছে প্রাণীরা।

ডা. নুরুল ইসলাম জানান, চিড়িয়াখানা বন্ধ থাকলেও এখানকার পাখি ও প্রাণীদের নিয়মিত খাবার ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাতীয় চিড়িয়াখানা জিরাফ জিরাফ পরিবার

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর