শ্রীমঙ্গলে শিকারির বাড়ি থেকে ৬টি বিপন্ন পাখি উদ্ধার
১২ এপ্রিল ২০২০ ০০:১৫
মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সরকার বাজার এলাকার চিহ্নিত শিকারী কবিরাজ জাহাঙ্গীরের বাড়ি থেকে দুইটি বিপন্ন ডাহুক, তিনটি ঘুঘু ও একটি শালিক পাখি উদ্ধার করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল থানা পুলিশের সহায়তায় ‘জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনে’র অভিযানে এই পাখিগুলো উদ্ধার করা হয়।
গোপন সূত্রে ফাউন্ডেশন টিমের কাছে খবর আসে, চিহ্নিত পাখি শিকারী জাহাঙ্গীরের বাড়িতে শিকার করা পাখি রয়েছে। এমন সংবাদের ভিত্তিতেই শ্রীমঙ্গল থানা পুলিশের সহায়তায় জাহাঙ্গীরের বাড়ি থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।
জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের সভাপতি হৃদয় দেবনাথ বলেন, উদ্ধারের পরপরই হাওর এলাকায় তিনটি পাখি অবমুক্ত করা হয়েছে। বাকি তিনটি পাখির ডানা কেটে ফেলায় আপাতত পাখিপ্রেমী সোহেল শ্যামের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সুস্থ হলেই তাদের মুক্ত করে দেওয়া হবে।
জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের সদস্য সংবাদকর্মী পঙ্কজ কুমার নাগ, রূপক দত্ত, রিমন ইসলাম ও সুভাষ দাস তপন এবং শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কারকুনের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে উপস্থিত ছিলেন।
এসআই নয়ন কারকুন জানান, শিকারি জাহাঙ্গীর মুচলেকা দিয়েছেন, আর কোনোদিন পাখি শিকার করবেন না। ফলে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে তিনি এ ধরনের অপরাধ করলে শাস্তি পেতে হবে।
প্রাণ প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, জীববৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশন আমাকে বিষয়টি অবহিত করেছিল। কিন্তু লাউয়াছড়াতে একটি অভিযান থাকায় আমি যেতে পারিনি । তবে এ করোনার ঝুঁকির মধ্যেও এই ফাউন্ডেশন যেভাবে কাজ করে যাচ্ছে, তা প্রশংসনীয়। আমি তাদের এ কাজকে সাধুবাদ জানাই।