Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে করোনা রোগী শনাক্ত


১২ এপ্রিল ২০২০ ১২:৩৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ ১২:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আসা আক্রান্ত ওই যুবক (৩২) উপজেলার দাশপাড়া গ্রামের বাসিন্দা।

হাঁচি-কাশি ছাড়া তার অন্য কোনো লক্ষণ না থাকলেও স্বেচ্ছায় নমুনা সংগ্রহের জন্য তিনি স্বাস্থ্য বিভাগকে অনুরোধ জানিয়েছিলেন। তার নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। এতদিন তিনি হোম কোয়ারেনটাইনে ছিলেন।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন আবদুল গফফার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই যুবকের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে বিআইটিআইডিতে পাঠানো হয়। সেখান থেকে তার ফলাফল পজিটিভ পাওয়া যায়।

সিভিল সার্জন জানান, এ পর্যন্ত লক্ষ্মীপুর থেকে ১০৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে একটি পজিটিভ কেইস পাওয়া গেছে।  ওই রোগী বর্তমানে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞাপন

করোনা করোনাভাইরাস লক্ষ্মীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর