Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে বিমান বাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত


১২ এপ্রিল ২০২০ ১৫:২৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ ১৮:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি: দুর্গম বলিপাড়া সেনা ক্যাম্পে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার রেশন নিয়ে অবতরণকালে আগুনে বিধ্বস্ত হয়েছে। রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বান্দরবান সীমান্তবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারে পাইলট ও কো-পাইলটসহ চারজন ছিলেন। তাদের মধ্যে দু’জন সামান্য আহত হয়েছেন।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ আহমদ জানিয়েছেন, সকালে চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটি থেকে একটি হেলিকপ্টার সেনাবাহিনীর রেশন নিয়ে বলিপাড়া ক্যাম্পে অবতরণের সময় হেলিকপ্টারের আগুন লাগে। এসময় পাইলট জরুরিভাবে হেলিকপ্টার অবতরণ করতে সক্ষম হন।

বিজ্ঞাপন

পাইলট ও কো-পাইলটদের মধ্যে দুইজন সামান্য আহত হয়েছে। পরবর্তীতে আরেকটি হেলিকপ্টার এসে পাইলটদের উদ্ধার করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যায়। রেশন ও হেলিকপ্টার পুড়ে গেছে বলেও জানান ওসি।

টপ নিউজ বিধ্বস্ত বিমান বাহিনী হেলিকপ্টার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর