Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকাল ৫টার মধ্যেই বন্ধ করতে হবে রাজধানীর দোকানপাট


১২ এপ্রিল ২০২০ ১৬:১৫ | আপডেট: ১২ এপ্রিল ২০২০ ১৬:১৬

ঢাকা: রাজধানীর কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে বলে নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১২ এপ্রিল) ডিএমপির পক্ষ থেকে নতুন করে এই নির্দেশনা দেওয়া হয়।

ডিএমপির গণমাধ্যম শাখার উপ কমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘একইসঙ্গে বিভিন্ন পাড়া ও মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকানগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না।’

বিজ্ঞাপন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ উদ্ভূত এ সংকট মোকাবিলায় নগরবাসীর সহযোগিতাও কামনা করছে।

এর আগে, এক নির্দেশনায় সন্ধ্যা ৭টার মধ্যে সব দোকান-পাট বন্ধের নির্দেশনা দিয়েছিল ডিএমপি।

কাঁচাবাজার ডিএমপি বন্ধের নির্দেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর