Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংকের বিনিয়োগ সুযোগ আরও বাড়লো


১২ এপ্রিল ২০২০ ১৯:৪৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বেসরকারি খাতের ঋণ প্রবাহ বাড়াতে এবার ব্যাংকের অগ্রিম আমানত হার (এডিআর) দুই শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদ্যমান নিয়ম অনুযায়ী প্রচলিত ধারার ব্যাংকগুলো গ্রাহকের আমানতের বিপরীতে ৮৫ শতাংশ অর্থ বিনিয়োগ করতে পারে। অর্থাৎ ১০০ টাকার বিপরীতে ৮৫ টাকা বিনিয়োগ করতে পারে। কিন্তু ২ শতাংশ এডিআর বাড়ানোর কারণে এখন থেকে প্রচলিত ধারাব ব্যাংকগুলো ৮৭ শতাংশ এবং ইসলামী ধারার ব্যাংকগুলো ৯২ শতাংশ অর্থ বিনিয়োগ করতে পারবে। এর আগে ইসলামী ধারার ব্যাংকগুলো ৯০ শতাংশ এবং প্রচলিত ধারার ব্যাংকগুলো ৮৫ শতাংশ অর্থ বিনিয়োগ করতে পারতো।

রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সীমিত হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে সামগ্রিকভাবে ব্যাংকিং সেক্টরে বেসরকারিখাতে আভ্যন্তরীণ ঋণপ্রবাহে গতিশীলতা আনয়ন, ব্যাংকিং খাতের সার্বিক পরিস্থিতি উন্নয়ন প্রয়োজন। পাশাপাশি অর্থনীতির ওপর নভেল করোনাভাইরাসের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী ঘোষিত বিভিন্ন আর্থিক প্রণোদনা প্যাকেজসমূহের বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। এতে আরও বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রচলিত ধারার ব্যাংকগুলো জন্য এডিআর ৮৫ থেকে বাড়িয়ে ৮৭ শতাংশ এবং ইসলামী শরীয়াভিত্তিক কার্যক্রমের জন্য এডিআর ৯০ থেকে বাড়িয়ে ৯২ শতাংশ করা হলো।

ইনভেস্ট বিনিয়োগ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর