Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার বিশ্ববিদ্যালয়ে করোনা শনাক্তে ব্যবস্থা গ্রহণের সুপারিশ


১২ এপ্রিল ২০২০ ১৯:১০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়সহ মোট চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তকরণের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মোহাম্মদ মুনিরুজ্জামান বাকাউল স্বাক্ষরিত এক চিঠিতে এ সুপারিশ জানানো হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্য তিনটি বিশ্ববিদ্যালয় হলো চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

চিঠিতে বলা হয়, বর্ণিত বিশ্ববিদ্যালয়গুলোর ল্যাবসমূহে রিয়েল টাইম পিসিআর মেশিনসহ করোনা ভাইরাস (কোভিড ১৯) শনাক্তকরণসহ প্রয়োজনীয় অবকাঠামো যাচাই পূর্বক বিশ্ববিদ্যালয়গুলোতে করোনা ভাইরাস (কোভিট ১৯) শনাক্তকরণের ব্যবস্থা চালু করা যায় মর্মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ মনে করে।

করোনা করোনা মোকাবিলা করোনাভাইরাস ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর